নিজস্ব প্রতিবেদক ॥ করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩৩ তম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভায় করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এরইমধ্যে এসব ফি জমা দিয়েছে তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে অথবা ফেরত দেওয়া হবে। আবেদনকারী শিক্ষার্থীদের একজন ওবায়দুর রহমান বলেন, করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য প্রক্টর স্যারের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছিলাম। আজ অর্থ কমিটির সভায় পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। উল্লেখ্য, গত ৩১ আগস্ট পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা।
Leave a Reply