বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সাংবাদিকের সাথে খারাপ আচরণ ও পত্রিকার পরিচয় পত্র নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে এসআই শাহ আলম এর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ও সাংবাদিক সংগঠনে অভিযোগ দিয়েছেন মহিউদ্দিন ভান্ডারী নামে স্থানীয় এক সাংবাদিক।আজ রবিবার দুপুরে সাংবাদিক সংগঠনের নেতাদের হাতে অভিযোগ পত্র পৌছান ও ডাকযোগে পুলিশ সদর দপ্তরে এ অভিযোগ পত্র প্রেরণ করেন। মহিউদ্দিন জি নিউজ ও সাপ্তাহিক অগ্নিবার্তা পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি।
অভিযোগপত্র থেকে জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি ফেরার পথে সাংবাদিক মহিউদ্দিন দক্ষিণ মনোহরপুর এলাকায় মোল্লা বাড়িতে লোকজনের সমাগম দেখে কারন জানতে সেখানে ছুটে যান তিনি। তার কিছুক্ষণের মধ্যেই এসআই শাহ আলম ঘটনা স্থলে উপস্থিত হয়। ঘটনা স্থলে কারো কোন কথা না শুনে এক পক্ষের একতরফা কথা শুনে তাদের থানায় ডেকে মামলার প্রস্তুতি নিতে বলেন। ঘটনার রহস্য জানতে সাংবাদিক মহিউদ্দিন থানায় আসে। এ সময় তার পত্রিকার পরিচয়পত্র গলায় ফিতা দিয়ে ঝুলানো ছিল। এসআই শাহ আলম সাংবাদিক মহিউদ্দিনকে দেখে চড়াও হয়ে গালাগালি করে এবং গলায় ঝুলানো পত্রিকার পরিচয় পত্র নিয়ে অশ্লীল মন্তব্য করে থানা থেকে বের হয়ে যেতে বলেন।
অভিযোগ রয়েছে এসআই শাহ আলম এর আগেও উপজেলায় কর্মরত পেশাদার কয়েকজন সাংবাদিকদের সাথে বিভিন্ন সময় স্বার্থ হাসিল না হওয়ায় খারাপ আচরণ করেছেন। এমনকি তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিও দিয়েছেন পুলিশের এই এসআই।
এছাড়াও নিরীহ মানুষকে মামলায় ফাসানো, তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় ও বিভিন্ন সময় সেবা প্রার্থীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে রাজাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আকন বলেন, এস আই শাহ আলম নিজের সার্থের ক্ষেত্রে কাউকেই ছাড় দিতে নারাজ। বিশেষ করে সে তার কর্মকান্ড পরিচালনায় সব সময় সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করে। কিছুদিন আগে তিনি আমার সাথেও বাজে ব্যবহার করেছেন। আমি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে এর সুরাহা কামনা করছি। রাজাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকসহ নিরিহ মানুষের সাথে এসআই শাহ আলমের খারাপ আচরণের মাত্রা বেড়েই চলছে। এখন তার লাগাম টানা উচিত। এ ব্যাপারে অভিযুক্ত এসআই শাহ আলম এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার খুব ভাল সম্পর্ক। তার সাথে আমার কিছুই হয় নি।
Leave a Reply