দখিনের খবর ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে প্রথম কোনো সাংবাদিক মারা গেছেন। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ওই সাংবাদিকের নাম আবদুল মোনায়েম খান। তিনি দ্য ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি। জানা যায়, আবদুল মোনায়েম খান আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোনায়েম খানের স্ত্রীর ভাই জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবদুল মোনায়েম খান। তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। শরীরে অক্সিজেন সিচুরেশনের মাত্রা ৬০-৪০ এ উঠা নামা করছিল। যা সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৯৩ দরকার। চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন থাকা আবদুল মোনায়েম খানের অবস্থার অবনতি হয় আজ ভোর থেকে। পরে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরের সহায়তায় একই হাসপাতালে তার জন্য আইসিইউ’র ব্যবস্থা করা হয়। আইসিইউতে নেওয়ার পর পরই তার মৃত্যু হয়। আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র। আবদুল মোনায়েম খান গত ২৩ মে থেকে জ্বরে ভুগছিলেন। গত ২৬ মে তিনি ও তার ছেলে মোহাইমেনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। গত ৩১ মে দুজনেরই রিপোর্ট ‘পজিটিভ’ আসে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী বলেন, ‘কক্সবাজারে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনো সাংবাদিক মারা গেলেন।’ সাংবাদিক মোনায়েম খান বাংলাদেশ বেতার, স্থানীয় পত্রিকা, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সানসহ বেশ কিছু গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। শুধু কক্সবাজার নয় বৃহত্তর চট্টগ্রামে করুণায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।
Leave a Reply