দখিনের খবর ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ২০ লাখের বেশি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত পরীক্ষায় সাফল্য পেলেই ওই ভ্যাকসিনগুলো বাজারে ছেড়ে দেওয়া হবে বলে গত শুক্রবার জানান তিনি।সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ভ্যাকসিন নিয়ে বৈঠক করেছিলাম। সেখানে জানতে পারি, খুবই ভালো কাজ হয়েছে। খুবই ইতিবাচক কিছু ফল এসেছে। ভ্যাকসিন তৈরিতে অসম্ভব ভালো কাজ হয়েছে। আমরা পরিবহণ ও সরবরাহের দিক থেকে প্রস্তুত। ২০ লাখের বেশি টিকা তৈরি রয়েছে। অপেক্ষা শুধু সুরক্ষা বিধি রিপোর্টের।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে হোয়াইট হাউজের পরামর্শদাতা ড. অ্যান্থনি ফসি জানান, ২০২১ সালের শুরুতেই করোনার টিকা হাতে পাওয়া যাবে। প্রসঙ্গত, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৭১ লাখ ১০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ৪৬৯ জনের। এর মধ্যে শুধু আমেরিকাতেই ২০ লাখ ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ সাড়ে ১২ হাজার মানুষ।
Leave a Reply