করোনা মোকাবিলায় এমনিতেই লেজেগোবরে দশা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের। এর উপর হাসপাতালগুলির বিরুদ্ধে করোনা রোগীদের পরিবারকে অতিরিক্ত বিল ধরানোর অভিযোগ রয়েছে। যেমন মারণ অসুখ থেকে সুস্থ হয়ে ওঠা ৭০ বছরের এক বৃদ্ধকে চিকিৎসার খরচ হিসেবে ১১ লাখ ডলারের বিল ধরিয়েছে আমেরিকার এক হাসপাতাল।
যদিও মাইকেলকে হাসপাতালের এই বিল মেটাতে নিজের তহবিল থেকে খরচ করতে হয়নি। প্রবীণ নাগরিকদের জন্য দেশে সরকারি স্বাস্থ্যবিমা প্রদানকারী সংস্থাই ওই খরচ মিটিয়েছে। তবে তার চিকিৎসার এই বিপুল খরচের দায়ভার যে করদাতাদের বহন করতে হবে, তা ভেবে মাইকেল অপরাধবোধে ভুগছেন।
গত ৪ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অতি সঙ্কটজনক অবস্থায় ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাইকেল ফ্লোর। তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না বলে স্বজনেরা মনে করেছিলেন। কিন্তু টানা ৬২ দিন হাসপাতালে নিয়ে সেওে ওঠেন তিনি।
সূত্র : বর্তমান
Leave a Reply