খুলনায় করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে। ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা।
বুধবার রাতে খুমেক পিসিআর ল্যাবের টেস্টের এ ফলাফল প্রকাশ করা হয়। শনাক্তদের ৯৭ জনই খুলনা জেলার। খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৮২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও কারারক্ষী রয়েছেন।
খুমেকের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর ল্যাবে খুলনার ২৭০টিসহ মোট ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। মোট পজিটিভ এসেছে ১০২টি। তাদের মধ্যে ৯৭ জনই খুলনা জেলার, বাকিরা বাগেরহাটের দুইজন, যশোরের দুইজন ও নড়াইলের একজন রয়েছেন।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, এক দিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। এর আগে গত শনিবার এক দিনে সর্বোচ্চ ৪৫ জন, সোমবার ৪২ জন এবং গত মঙ্গলবার ৪৯ জন শনাক্ত হয়। গতকাল বুধবার ৯৭ জন শনাক্ত হওয়ার মধ্যদিয়ে এক দিনে রেকর্ড সংখ্যক শনাক্ত হলো। এনিয়ে খুলনা জেলা ও নগরীতে এখন পর্যন্ত ৫৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ বলেন, খুলনায় এখন করোনা পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। সংক্রমণ রোধে কঠোর লকডাউন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। ২১ দিনের কঠোর লকডাউন করার জন্য করোনা প্রতিরোধ কমিটির কাছে সুপারিশ করা হবে। কঠোরভাবে লকডাউন না করা হলে এভাবে প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হবে।
Leave a Reply