ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্প্রতি নির্মাণ করা একটি নতুন ভবন ভেঙ্গে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ জুন) বিকেল থেকে বিদ্যালয়ের মাঠের পাশে নির্মিত এ ভবনটি ভাঙ্গার কাজ শুরু হয়। স্থানীয়রা জানায়, চার মাস আগে প্রায় তিন লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়ের জমিতে এ ভবনটি নির্মাণ করা হয়। কার নির্দেশে এ ভবনটি নির্মাণ করা হয়েছে এবং কাকে বরাদ্দ দেয়া হয়েছিল তা কেউ জানতনা। আজ বিকেলে হঠাৎ করেই বিদ্যালয়ের জমিতে নির্মিত এ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করে বিদ্যালয় কতৃপক্ষ।
কয়েকদিন আগে জেলার এ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের জমি রক্ষায় আন্দোলনে নামে বিদ্যালয়ের প্রক্তন, বর্তমান ছাত্র ও এলাকাবাসী। বিদ্যালয়ের সীমানার মধ্যে অবৈধ ভাবে নির্মাণ করা নতুন এ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করে কতৃপক্ষ। আন্দোলনের গতি থামাতেই বিদ্যালয় কর্তৃপক্ষ সুকৌশলে এ ভবনটি ভেঙ্গে ফেলার এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন সিকদার বলেন, চার মাস আগে নির্মিত এ ভবনটি ভেঙে ফেলা হলে এই অর্থদন্ডি কে নেবে, বরাদ্দ পাওয়া ব্যাক্তি না বিদ্যালয় কতৃপক্ষ? রাজাপুর পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মৌখিকভাবে বরাদ্ধ দেয়া ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। এর কোন ক্ষতিপূরণ বিদ্যালয়ের ওপর বর্তাবেনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামানের কাছে ভবন ভাঙ্গার ব্যাপারে জনতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের কোন জমি আমি বরাদ্দ দেইনি এবং ভবন ভাঙ্গার বিষয়টি আমার জানা নেই।
Leave a Reply