কাজী মামুন, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলার মহিপুর,গলাচিপা,দমমিনা ও দুমকি হয়ে প্রতিদিন রাতের আধারে পাচার হচ্ছে লাখ লাখ রেনু পোনা,আর এসব হচ্ছে কিছু অসাধু মাছ ব্যাবসায়ী ও খুলনা থেকে আগত চোরা কারবারিদের সহযোগীতায় । প্রতিনিয়ত রাতের ঠিক দুইটা থেকে তিনটার বিতরে সকিৃয় হয়ে উঠে চোরাকারবারীরা আর তাদের পাচার কাজের জন্য রুট হিসাবে ব্যবহার হয় পটুয়াখালী সদর টোল এবং লেবুখালী ফেরীঘাট যা প্রতিনিয়ত বিধ্যবান।খোজঁ নিয়ে দেখা যায় গলাচিপা থেকে হেলাল,মহিপুর থেকে মাসুম,দমমিনা থেকে চাঁন,খুলনা থেকে টুলু নামে কয় একজন মৎস্য ব্যাবসায়ীরা প্রতিদিন রাতের আধারে কিছু সরকারী র্কতাব্যাক্তিদের ম্যানেজ করে পার করছে রেনু পোনার গাড়ী।
এ বিষয় পটুয়াখালী জেলা সরকারী মৎস্য র্কমর্কতাদের সাথে যোগাযোগ করলে তারা ভিবিন্ন কাজে ব্যাস্ততা দেখিয়ে পাশ কেটে যায়। পাচার কারীদের সাথে ভিবিন্ন ভাবে ছদ্দ নামে ও পরিচয়ে কথা বলে জানা যায় তারা পটুয়াখালী জেলার সকল সরকারী অফিসার তাদের পকটে রেখেই এই চোরাকারবারী পরিচালনা করে আসছেন ।
চোরা কারবারীদের একজন মো:টুলু প্রতিদিন রাতের আধারে প্রায় রাত ৩ টা থেকে ভোর ৫টা প্রযন্ত ভাড়ায় চালিত প্রাইভেট কারে দুমকি ও পটুয়াখালীতে টহলদেন পরে রেনু পোনার গাড়ী লেবুখালী ফেরী পার হলে তিনি নিজেও চলে জান। আরো বিস্তারিত নিয়ে আসছি আগামী সংখ্যায় ।
Leave a Reply