ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২১ জুন) রাতে আসা রিপোর্টে তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৫ জনে দাড়িয়েছে। মারা গেছেন মোট ৬ জন। জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানান, নতুন আক্রান্তদের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন মোট ৫২ জন।
Leave a Reply