নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলার দুই হাজার ৯৭ জনের মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৪ ঘন্টায় পাঁচ জেলায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮০ জন। শুধামাত্র বরগুনা জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি দাবি স্বাস্থ্যবিভাগের। এদিকে একই সময় বিভাগে আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া চার জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে বিভাগে ভাইরাসটিতে মৃতর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। তবে এরি মধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, ‘ওই ২৪ ঘন্টায় শুধুমাত্র বরগুনা জেলায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বাকি পাঁচটি জেলায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার আগের ২৪ ঘন্টায় পটুয়াখালী ও ঝালকাঠি ব্যতিত ৪টি জেলায় ১৪ জন সুস্থ হয়েছে। এছাড়া সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জাকির হোসেন (২৭), একই উপজেলার বাসিন্দা মো. লুৎফর রহমান (৬০), পটুয়াখালীর বাউফল পৌর এলাকার কাওসার দেওয়ান (৭৫) ও একই এলাকার খলিলুর রহমান (৬৮) এর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ এক হাজার ২২২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ জেলায় ভাইরাসটিতে মৃতর সংখ্যা ১৭ জন। এছাড়া পটুয়াখালীতে আক্রান্ত শনাক্ত ২৪২ জন ও মৃত্যু ১৬ জন, ভোলায় শনাক্ত হওয়া ১৮৭ জনের মধ্যে ২ জনের মৃত্যু, পিরোজপুরে শনাক্ত ১৩৭ জনের ৩ জন, বরগুনায় শনাক্ত হওয়া ১৬৩ জনের ২ জন ও ঝালকাঠি জেলায় শনাক্ত হওয়া ১৪৬ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply