বরগুনা প্রতিবেদক ॥ বরগুনা জেলার ১২ লাখ মানুষের জন্য প্রতিদিন মাত্র ২০টি নমুনা পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের অফিস থেকে। যা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে জানিয়েছে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ। আর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ২০টি নমুনা পরীক্ষার মধ্যে ১০টি নির্ধারণ করা হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালের জন্য, বাকি ১০টি নমুনা পরীক্ষা করা হবে জেলার ছয়টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে। এতে প্রতিটি উপজেলায় দৈনিক দুটি করেও নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এ জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই জেলার সবগুলো উপজেলায় ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ গত কয়েকদিন ধরে আসছে না কোনো নমুনা পরীক্ষার রিপোর্ট। অন্যদিকে গত ১৬ জুন বরগুনা থেকে পাঠানো প্রায় ১৪১টি নমুনা পরীক্ষা না করেই ফেরত পাঠিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply