নিজস্ব প্রতিবেদক ॥ শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা জুড়ে কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন। চলমান করোনা পরিস্থিতির বিগত চার মাসে সরকারি নির্দেশনা মেনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন তারা। মহানগরীসহ জেলার ১০টি উপজেলা মোবাইল কোর্টের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বেশ ভূমিকা রেখে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তাদের ধারবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বিগত প্রায় চার মাসে সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশাল জেলায় মোট ৪১৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। যার অনুকূলে ৫৩ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়েছে বিগত ১০ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৮৫৮ ব্যক্তি ও ৭৫৩টি প্রতিষ্ঠান থেকে উল্লেখিত পরিমান জরিমানা আদায় করা হয়। একই সময় বিভিন্ন মেয়াদে ৫৭ জনের কারাদ- ও ১৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। চলমান করোনা সংকটে জেলা প্রশাসনের এমন কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘জনগণের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন। পাশাপাশি সংকট মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
Leave a Reply