নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর অন্তত ২ শতাধিক পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি’ নামক একটি বেসরকারি সংস্থা। শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘনবসতি এলাকায় দরিদ্র ও নি¤œআয়ের পরিবারগুলোর মাঝে বৃহস্পতিবার এ খাদ্যসামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতি পরিবারে দশ কেজি চাল, এক কেজি ৫০০ গ্রাম মুসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবন, দুই কেজি আটা, দুই কেজি আলু, ও সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু ও সিআরএসএস সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংস্থাটির নতুন বাজার শাখার নির্বাহী পরিচালক মি. এডওয়ার্ড রবীন বল্লভ বরিশালটাইমসকে জানান, নেদারল্যান্ডস্’র আর্থিক সহায়তায় করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দুভাবের কারণে প্রতিরোধ ও সচেতনতার লক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করে কার্যক্রম সম্পাদন করেন, বলেন মি. এডওয়ার্ড।’
Leave a Reply