কাঠালিয়া প্রতিবেদক ॥ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পুষ্টির চাহিদা পূরণে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে। এতে করে যেমন পরিবেশ সুন্দর হয় তেমনি পুষ্টির চাহিদা ও রোগ জীবানু প্রতিরোধেও এসব গাছ কাজে লাগবে।
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল কাঠালিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচীর অশংহিসেবে বৃক্ষরোপন করা হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে কাঠালিয়া উপজেলার সামাজিক সংগঠন নাগরিক ফোরামের সভাপতি বাদল হাওলাদারের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply