নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে সোলায়মান হোসেন সোহাগ মোল্লা (২৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িায়া গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সোহাগের বাবা মো. মোস্তফা মোল্লার অভিযোগ, পরিবারের কারও সঙ্গে তার মনমালিন্য হয়নি। কারো প্রতি কোনো অভিমানও ছিলনা তার। বৃহস্পতিবার রাতে কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নলছিটি থানার ওসি (তদন্ত ) আ. হালিম তালুকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য, রাঙ্গাবালীতে ৯ জেলে ট্রলারকে জরিমানা
রাঙ্গাবালী প্রতিনিধি ॥ সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৯ জেলে ট্রলারে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নদ-নদী ও সমুদ্র মোহনায় অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ জরিমানা করেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার সোনারচর, তুফানিয়া, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীসহ সমুদ্র মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এসময় নিষেধাজ্ঞা অমান্যকারী রাঙ্গাবালীসহ বিভিন্ন এলাকার ৯টি জেলে ট্রলার মালিক ও মাঝিকে দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আর ট্রলার থেকে উদ্ধার করা ইলিশসহ বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ ৭ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে এবং সমুদ্রের উদ্দেশ্যে বরফ নিয়ে যাত্রা শুরু করা এই ট্রলার মালিকদের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর আইনে জরিমানা করা হয়।
Leave a Reply