শামীম আহমেদ, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন চর ধুলাশার ১ নং ওয়ার্ডে গতকাল বিকাল আনুমানিক ৫ঃ০০ ঘটিকার সময় ১ নং ওয়ার্ড মেম্বার নেছার উদ্দিন মুন্সির নেতৃত্বে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলা চালায়। হামলায় আঃ খলিল হাং এর ছেলে নুরুল ইসলাম হাং এবং স্ত্রী ছফুরা বেগমের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নুরুল ইসলাম জানায় ধুলাশার মৌজাধীন ৪৬৪ নং খতিয়ানের ২৪২ নং দাগের স্থানীয় মাপের দের শতাংশ জমি দীর্ঘ দিন যাবত রেকর্ড মূলে তাদের ভোগ দখলে রয়েছে। কিন্তু কিছু দিন যাবত একই এলাকার ওবায়দুল হাং এর ছেলে মামুন হাং ঐ জমির মালিকানা দাবী করে আসলেও তারা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি বরং প্রতিনিয়ত তার মামা মেম্বার নেছার উদ্দিন মুন্সি এর ক্ষমতা দেখিয়ে আমাদের নিজ ভোগ দখলীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এ বিষয় ইতিপূর্বে একাধিক শালিশ বৈঠক হলেও তাতে কোন সমাধান হয়নি। গতকাল বিকালে হঠাৎ মেম্বার নেছার উদ্দিন মুন্সি এর নেতৃত্বে মেম্বার নিজে, তার ভাগ্নে মামুন,মৃত্যু হাফেজ সিকদার এর ছেলে জব্বার সিকদার,আঃ কাদের হাওলাদারের ছেলে শাখাওয়াত হাওলাদার সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী অনাধিকার বাড়ীতে প্রবেশ করে গাছ কাটা শুরু করে, এ ঘটনায় বাধাদিতে এলে উল্লেখিত ব্যাক্তিরা উপুর্জুপুরি হামলা চালায় হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়। আহতদের কে মহিপুর থানা পুলিশ উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসার জন্য প্রেরন করেন। আহতরা কলাপাড়া হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহত নুরুল ইসলাম জানায় হামলার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে জাপিয়ে পরে এবং ব্যাপক মারধর করে আহত করে এবং তাদের থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা, একটি স্মার্ট ফোন ও চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। যাওয়ার সময় এ বিষয় মামলা নাকরার জন্য হুমকি দিয়ে যায়। চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খাচ্ছে আহত নুরুল ইসলাম ও তার মা। খেটে খাওয়া দিনমজুর আঃ খলিল হাং এর পরিবার সন্ত্রাসীদের হুমকির মুখে ন্যায় বিচার পেতে থানা বা আদালতের সরনাপন্ন হতেও ভয় পাচ্ছে তবে,খলিলের পরিবার বলছে ন্যায় বিচার পেতে তারা আইনের সাহায্য কামনা করছে এবং মহিপুর থানায় এ বিষয় মামলা প্রকৃয়াধীন রয়েছে। তবে এ বিষয় জানতে অভিযুক্তদের সাথে কথা বলতে মেম্বার নেছার উদ্দিন মুন্সি এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। এলাকাবাসী এহেন ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply