ভোলা প্রতিবেদক ॥ বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ভোলার মেঘনা- তেঁতুলিয়া নদী। নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হাওয়ায় ডুবে গেছে সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটের পন্টুন। তলিয়ে গেছে কয়েকটি নি¤œঞ্চল । বন্ধ রয়েছে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল। বুধবার সকালে ইলিশা ঘাটে গিয়ে দেখা যায় মেঘনা নদীতে পানির তীব্র স্রেত। ডুবে গেছে ঘাটের একটি পল্টুন। পাশে থাকা ফেরির আরেকটি পল্টুনও অর্ধডুবন্ত। তলিয়ে গেছে মেঘনা নদীর পাড়ে গড়ে উঠা কয়েকটি নি¤œঞ্চল গ্রাম। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পল্টুন তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। এতে ফেরির অপেক্ষায় থাকা লক্ষ্মীপুর মজুচৌধুরির ঘাট ও ইলিশা ঘাটে আটকিয়ে রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক ও যাত্রী পরিবহন যানবাহন। ভোলা বিআইডব্লিটিএ এর অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে অস্বাভাবিক জোয়ারের চাপে গতকাল সন্ধ্যার দিকে লঞ্চ ঘাটের একটি পন্টুন ডুবে গেছে। অর্ধডুবন্ত রয়েছে পাশে থাকা আরেকটি ফেরি পল্টুন। আবহাওয়া অনুকূলে এলে পল্টুন উদ্ধার করে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
Leave a Reply