বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগে বাদল মল্লিক নামে আটক করা হয়েছে একজনকে। গোপন সংবাদের ভিত্তিতে বগা ফাঁড়ির পুলিশ বুধবার রাতে উপজেলার আয়লা বাজার থেকে আটক করে তাকে। এ সময় জব্দ করা হয় ৫০ বস্তা ইউরিয়া সার। বগা বন্দরের পুলিশ ফাঁড়ির এসআই সালাম জানায়, সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়াই ইউরিয়া সার মজুদ করে বেশী দামে বিক্রির অভিযোগে আটক করা হয় বাজারের মুদি-মনোহরি ব্যবসায়ি স্থানীয় ইদ্রিস মল্লিকের ছেলে বাদল মল্লিককে (৪২)। জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান হিরন নামে স্থাণীয় এক ডিলারের কাছ থেকে নিয়ে সার বিক্রি করছেন জানান তিনি।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সরকারি অনুমোদন নিয়ে ডিলার কিংবা খুচরা বিক্রেতাকে ইউরিয়া সার বিক্রি করতে হয়। অবৈধভাবে মজুদ করে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগে বাদল মল্লিক ও ডিলার মিজানুর রহমান হিরনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় থানায় মামলা (বাউফল থানায় মামলা নম্বর ০২, তারিখ- ০১/১০/২০২০) করা হয়েছে।
Leave a Reply