কলাপাড়া প্রতিবেদক ॥ কুয়াকাটায় আবাসিক হোটেল ’গোল্ডেন ইন’ থেকে শিশু অপহরনের ঘটনায় সময় টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি এম.এ আজিম (২৭) কে পুলিশ গ্রেফতার করেছে । এসময় অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় । এ ঘটনায় শিশুটির চাচা আসুতোষ সরকার বাদী হয়ে গতকাল শনিবার ৩জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরগুনা থানায়একটি অপহরন মামলা দায়ের করেছেন। মামলা নং-৪ । মামলার অন্য দু’জন আসামীরা হলো একই জেলার গৌরী চন্না এলাকার শিবশংকর সেন’র ছেলে সুবাস সেন ও মো: ইউসুফসিকদার’র ছেলে মো.ইমরান হোসেন । এরা দু’জন পলাতক রয়েছে ।
কুয়াকাটা হোটেল গোল্ডেন ইন’র ম্যানেজার মো: রেদোয়ান জানান, রাত ২ টা ১৫মিনিটের সময় সাংবাদিক আজিম তার পত্রিকার আই.ডি কার্ড প্রদর্শন করে হোটেলের ৪০১নং কক্ষে ডায়েরী করে অবস্থান করেন। তবে মেয়েটির প্রকৃত নাম গোপন করে মোসা: জান্নাতুল দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন। বরগুনা সদর থানার পুলিশ উপ- পরিদর্শক মো: জাহিদ হোসেন জানান, ২ অক্টেবর রাত ৯ টারদিকে বরগুনার কলেজ রোড এলাকায় বাসুদেব সরকারের ১৪ বছরের শিশু মল্লিকা সরকার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা সাদা একটি প্রাইভেটকারে সময় টিভি’র বরগুনা জেলা প্রতিনিধি এম.এ আজিমসহ অন্য আসামীরা শিশুটিকে জোড় পূর্বক গাড়ীটিতে উঠিয়ে নিয়ে যায় । রাত সোয়া দুইটার দিকে কুয়াকাটার হোটেল গোল্ডেন ইন- ৪০১ নং কক্ষে ডায়েরীভুক্ত করে অবস্থান করেন। এ খবর পেয়ে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: বেল্লাল হোসেন ও মো: সাইদুল ইসলামের সহযোগিতায় ওই হোটেলে অবস্থানরত কক্ষ থেকে সাংবাদিক আজিমসহ ওই শিশুটিকে রাত তিনটার দিকে উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, এস.আই বেল্লাল ও সাইদুল ইসলামসহ বরগুনার এস.আই মো: জাহিদ হোসেন বরগুনা জেলা সময় টিভি’র প্রধিনিধিকে আটক করে অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে । এঘটনায় বরগুনা সদর থানায় অপহরন মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন । বরগুনা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: জাহিদ হোসেন আরো জানান, আটককৃত সাংবাদিক এম.এ আজিমকে বরগুনার আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃত শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে ।
Leave a Reply