বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে আটক ৮ জেলেকে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আনিচুর রহমান বালী। সোমবার দিবাগত ভোর রাতে তেঁতুলিয়া নদীর চরমিয়াজান পয়েন্ট এলাকা থেকে ওই জেলেদেরকে আটক করা হয়। এ সময়ে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় পাশ্ববর্তী বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার শাকিল দেওয়ান (১৯), বাবলু সরদার (২০), রফিক দেওয়ান (২০) এবং বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার সোহাগ হাওলাদার (২০), রাব্বি মৃধা (২০), জহিরুল ব্যাপারী (১৯),জালাল সরদার (৩০) ও গোলাম মওলা (৪০) নামে আট জেলেকেস আটক করা হয় এবং তাদের কাছ থেকে জব্দকৃত জালগুলো পুড়ে ফেলা হয়েছে।
Leave a Reply