পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আপগ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বুধবার (২১ অক্টোবর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ৩ শতাধিক কর্মচারী ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক বদরুজ্জামানসহ বক্তারা বলেন, কর্মচারীদের সঙ্গে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। এসব যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরে যাবে না। লাগাতার কর্মসূচি চলবে। তাদের এ ১০ দফা দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ারি হুঁশিয়ারি দেন কর্মচারী পরিষদের নেতারা।
Leave a Reply