বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. নয়ন সরকার ও ডা. পূজা ভান্ডারী নামের চিকিৎসক দম্পতিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্ত্রোপচার এবং এ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পটুয়াখালীর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিপন স্বাক্ষরিত বার্তায় নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, ডা. নয়ন সরকারকে করোনাকালীন (৩৯তম বিসিএস) পটুয়াখালী ২৫০ শষ্যা হাসপাতালে নিয়োগ দেওয়া হলেও তিনি ও তার স্ত্রী ডাঃ পূজা ভান্ডারী বাউফলের বিভিন্ন ক্লিনিকে অস্ত্রোপচার ও এ্যানেসথেসিয়া দিয়ে আসছেন। গত রোববার (১৮ অক্টোবর) কালিশুরী মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হ্যাপী বেগম (২৪) নামের এক প্রসূতির সিজার করার পরে ওই দিন ভোর রাতে তিনি মারা যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ওই দম্পতি শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রিপা রানী (২৫) নামের এক প্রসূতির অস্ত্রোপচার করার পর রাতে তিনি মারা যান।
এ বিষয়ে মঙ্গলবার সংবাদ প্রকাশের পর পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিপন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই চিকিৎসক দম্পতিকে অস্ত্রোপচার ও এ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এবং আগামী ২৪ অক্টোবর তাদেরকে চিকিৎসা সনদ, সিজার ও এ্যানেসথেসিয়া দেওয়ার বৈধতার সকল সনদসহ সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একই দিন সেবা ও মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদ্বয়কে ভর্তি রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ অপারেশনকারী সার্জন ও এ্যানেসথেসিয়ার চিকিৎসককে (মেডিকেল টিম) জেলা সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।’
Leave a Reply