পটুয়াখালী প্রতিবেদক ॥ ২২ ডিসেম্বর পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন। এ নির্বাচন কে সামনে রেখে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ( বিটিভি) ও সাবেক সভাপতি স্বপন ব্যার্নাজী ( দৈনিক সংবাদ), সহ-সভাপতি পদে বর্তমান সহ- সভাপতি এ কে এম এনায়েত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সোহরাব হোসেন ( ডেইলী স্টার) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন ( আর টিভি ও দৈনিক সমকাল) ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদ (দৈনিক মানব জমিন) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
অপর দিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোজাহিদুল ইসলাম নান্নু ( দৈনিক বাংলাদেশর খবর) ও মোঃ মনির হোসেন বাদল ( সময় টিভি) এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে বর্তমান অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম আরিফ ( বৈশাখী টিভিও দৈনিক যায়যায়দিন) ও মোঃ আবুল হোসেন তালুকদার ( এশিয়ান টিভি) লড়াই করছেন। এদিকে কার্যকরী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ জাকারিয়া হৃদয় ( যমুনা টেলিভিশন), মোকলেচুর রহমান ( ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল ও দৈনিক জনকন্ঠ), সঞ্জয় কুমার দাস লিটু ( নিউজ টুয়েন্টি ফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন), বিলাস দাস ( ডেইলী এশিয়ান এইজ), চিম্বয় কর্মকার ( মাছরাঙা টেলিভিশন), মশিউর রহমান বাবলু ( মাই টিভি ও দৈনিক আমার সংবাদ), আতিকুর রহমান ( বাংলাদেশ বেতার), জাকির মাহমুদ সেলিম ( দৈনিক মানব কন্ঠ) ও আতিকুল আলম সোহেল ( দৈনিক নতুন সময়) । পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন ২০২০ এর নির্বাচন কমিশনার হলেন, লতিফা জান্নাতী, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার। এ নির্বাচনের ভোটার সংখ্যা ৩৫ জন।
Leave a Reply