নিজস্ব প্রতিবেদক ॥ ব্র্যাকের সহযোগিতায় ব্রেড, এডমাস ও প্রতীকি যুব সংসদ’র আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সাড়ে তিনটায় জৈনকাঠী ইউনিয়ান পরিষদ মিলেনায়তনে প্রতীকি যুব সংসদেও চেয়ারপার্সন মো: আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা । সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি প্রজেক্ট এর বরিশাল ডিভিশনাল ম্যানেজার মো: সেলিম মোল্লা । তিনি বলেন নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধের বাংলাদেশের ৪২ টি জেলাতে ‘জেন্ডারভিত্তিক ন্যয়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ নামক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । তারই অংশ হিসেবে আজকে আমরা এই সভায় অংশগ্রহণ করেছি ,জৈনকাঠী ইউনিয়ানের নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ করার লক্ষ্যে একটি মডেল ইউনিয়ান হিসেবে রূপান্তর করতে আজকের এই সভা। প্রকল্পের মাধ্যমে ইউনিয়ানের জনপ্রতিনিধি, শিশু, ইয়ুথ, অভিভাবক, শিক্ষক, সমাজসেবক, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন সেবাপ্রদানকারী ব্যক্তির সম্মনিত অংশগ্রহণে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে করবে। উক্ত মতবিনিময় সভায় এছাড়া উপস্থিত ছিলেন জৈনকাঠী ইউনিয়ান পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডেও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া বেগম , ইউপি সদস্য মো:দেলোয়ার হোসেন , অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া, সহকারী শিক্ষক রঞ্জন বিশ্বাস প্রতিকী যুব সংসদের মো:সাব্বির হোসেনসহ সুরক্ষা কমিটির সদস্যরা। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। সরকারি হেল্পলাইন নাম্বার ১০৯, ১০৯৮,৯৯৯ সম্পর্কে জানানো হয়। কোথাও কোনো বাল্যবিবাহ ,নারী নির্যাতন, যৌন হয়রানি বা নারীর প্রতি সহিংসতার মতো ঘটনা ঘটলে হেল্পলাইন নাম্বারে ফোন করতে বলা হয়।
Leave a Reply