শামীম আহমেদ পটুয়াখালী ॥ কোভিড ১৯শের টিকা রেজিষ্ট্রেশন করার লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে শহরের বড় চৌরাস্তায় টিকা রেজিষ্ট্রেশন বুথ চালু করলো পটুয়াখালী জেলা পুলিশ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সূচনালগ্নে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এখন পর্যন্ত মানুষকে দেয়া সেবা অব্যাহত রেখেছে। বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক,ও শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়েও জেলা পুলিশ পটুয়াখালী দিনরাত অহর্নিশ গণমানুষের পাশে দাঁড়িয়েছিলো এবং এটা অব্যাহত রয়েছে। পর্যটনময় কুয়াকাটা ভ্যাকেটকরন, অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেয়া, করোনায় মৃতদের সৎকার করা, বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিগণের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বাজার মনিটরিং ও একমুখী করন, সতর্কতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও কনভয় করতঃ সচেতনতামূলক উদ্বুদ্ধকরন, নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার অসহায় মানুষের মুখে হাসি ফোটানোসহ সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অবলম্বন করে জেলা পুলিশ পটুয়াখালী,এ সকল কারনে তথা জেলার মানুষকে নিরাপত্তা নিশ্চিত সহ প্রজাতন্ত্রের মালিকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়ায় সর্ব মহলে ভূয়সী প্রশংসিত হয়েছে পটুয়াখালী জেলা পুলিশ। কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে সদাশয় সরকার দেশের সম্মানিত জনসাধারণের জন্য বিনামূল্যে টিকা দানের ব্যবস্থা করেছেন যা উন্নত বিশ্বের অনেক দেশই অদ্যপি সে সাফল্য প্রদর্শন করতে পারেননি। টিকা গ্রহনের জন্য সকলকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বটে তবে অনেকেরই এ রেজিস্ট্রেশন কার্যক্রমে সীমাবদ্ধতা ও অনীহা উভয়ই রয়েছে। এহেন অবস্থার প্রেক্ষিতে সরকারের এ মহৎ উদ্দেশ্যকে সফল করতে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বার এর নেতৃত্বে পটুয়াখালী জেলা পুলিশ এগিয়ে এসেছে। যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বড় চৌরাস্তায় ‘করোনা টিকা রেজিস্ট্রেশন বুথ’ স্থাপন করা হয়েছে। এ বুথ থেকে প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত বিনা মূল্যে রেজিস্ট্রেশন করা ও টিকা কার্ড প্রদান করা হচ্ছে। অদ্য ১১:০০ ঘটিকায় এ মহৎ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (শিপন)। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply