বাউফল প্রতিনিধি ॥ উপকূলীয় বাউফলের যাত্রি সাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঢাকা-কালাইয়া নৌরুটে ডবল ডেকার লঞ্চের ডে সার্বিস চালু হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৮টায় কালাইয়া লঞ্চঘাট থেকে এমবি ডায়মন্ড-৩ ও ঢাকা টারমিল্যাল থেকে এমবি টিপু-৬ নামে ডে সার্বিসের ডবল ডেকার দুটি লঞ্চ যাত্রা শুরু করে। এমবি ডায়মন্ড-৩ লঞ্চের মালিক পক্ষের মিন্টু দাস নামে একজন জানান, রুটে দু’প্রান্ত থেকে প্রতিদিন দু’টি লঞ্চ ছাড়বে গন্তব্যে। লঞ্চ দু’টিতে কেবিন ও স্লিপিং চেয়ারের ব্যাবস্থা থাকায় পুরাতন নিয়মে তৃতীয় শ্রেণির যাত্রি সাধারণের ডেকে মাদুর কিংবা বিছানার কাপড় বিছিয়ে রাতের ঝক্কি-ঝামেলা পোহাতে হবে না। প্রথম শ্রেণির ৪৭০ টাকা, দ্বিতীয় শ্রেণির ৪২০ টাকা ও ডেক যাত্রিদের ভাড়া নির্ধারণ হয়েছে ৩০০টাকা। আল-মাহমুদ নামে একজন যাত্রি বলেন, ‘অনেক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাতের বেলা দক্ষিানাঞ্চলের যাত্রিসাধারণের নানা ধরণের প্রতিকুলতা মোকাবেলা করে নাড়ীর টানে বাড়ি ফিরতে হয়। ভাড়া সহনীয় পর্যায়ে রাখা হলে ডে সার্বিসে রুটের যাত্রিসাধারণের দিনের আলোয় স্বাচ্ছন্দ যাত্রার দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হবে। ঝুঁকি কমবে বড় ধরণের দুর্ঘটনার।’ উল্লেখ, আরো দুইটি ডবল ডেকার লঞ্চ পারমিট থাকলেও মালিক পক্ষের যোগসাজসে সিন্ডিকেটের কারণে মাত্র একটি করে লঞ্চ চলাচলের কারণে ভোগান্তি যেন পিছু ছাড়ছিল না এই রুটের যাত্রিসাধারণের।
Leave a Reply