দখিনের খবর ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এর ধারাবহিকতায় বুধবার বেলা ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া, বানাতীবাজার প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে পাইপ ফিটার বিষয়ক প্রশিক্ষণের কোর্স সমাপনি ও সনদ বিতরন করা হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসাবে লালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে পায়রা বন্দরের উপ-প্রকল্প পরিচালক লেঃ কমান্ডার আদনান আবির নাঈম, সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) প্রমূখ। তিন মাস মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশ নেয়।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১০৬ টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে। এ পাইপ ফিটার প্রশিক্ষণের মাধ্যমে সবাই কাজের সাথে যুক্ত হয়ে আয় করতে শুরু করেছেন প্রশিক্ষন চলমান অবস্থায় গড়ে প্রতিমাসে ১৫০০০ টাকার বেশী আয় করতে সক্ষম হয়েছেন।
Leave a Reply