পটুয়াখালী জেলা প্রতিনিধি ॥ গত ১৭/৫/২০২০ ইং তারিখে আমাদের গলাচিপা নামক ফেসবুক পেইজে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইদুর রহমান রুবেল ও ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য মো: শাহাবুদ্দিন হাওলাদারের নামে চাল চুরি, ঈদ উপহারের ২৫০০ টাকা নিজের আত্বীয়র নামে পাইয়ে দেয়ার অভিযোগ এনে একটি পোষ্ট করে। উক্ত পোস্টকে কেন্দ্র করে র্বতমানে চরকাজল ইউনিয়নে চলছে ব্যাপক সমালচনা ।এরই ধারাবাহিকতায় সরজমিনে গেলে নানান ধরনের খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে জানতে পারে ভিন্ন চিত্র, বেড় হয়ে আসে ভিন্ন তথ্য, গোটা এলকার বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেও পাওয়া যায়নি এর কোন সঠিক প্রমান। জানা যায় গলাচিপা আমখলা ইউনিয়নের এক যুবকের আইডি দিয়ে চরকাজল ইউনিয়নের ৯ নং ওর্য়াডের মো: হেলালের ছেলে মো: সোহেল একই এলাকার ইউপি সদস্য মো: শাহাবুদ্দিনের সাথে র্পূব সত্রুতার জেরে এই মিথ্যা পোষ্ট দেয় হয় যাতে করে তাকে ও চেয়ারম্যানকে সামাজিক ভাবে হেনস্তা করা যায় ।এবিষয় চরকাজল ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান রুবেল বলেন আমি উক্ত পোষ্টটি দেখেছি এবং ঐ পোষ্টের খোজঁ নিয়ে দেখেছি তাতে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে এ পোষ্ট করা হয়েছিল, আমি নানান ভাবে খোজঁ নিয়ে দেখেছি উক্ত পোষ্টটি আমখলা ইউনিয়নের এক যুবকের আইডি দিয়ে পোষ্ট করা হয়েছে উক্ত পোষ্টের কারনে আইনি ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি। কেনো এরকম পোষ্ট করা হলো ? এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আমি খোজ খবর নিয়ে দেখেছি ৯ নং ওর্য়াডে ইউপি সদস্য মো: শাহাবুদ্দিন একটি মেয়ে কে নিয়ে শালিস করায় তারা এরকম পোষ্ট করেছে, উক্ত শালিসের বিষয় আমি কঠোর ছিলাম তাই আমাকে নিয়ে এই মিথ্যাচার এবং কি উক্ত শালিসের বিষয়ে উপজেলা চেয়ারম্যান অবগত আছেন। এদিকে চরকাজল ইউনিয়নের সাধারণ মানুষ উক্ত পোষ্টের কারনে ব্যাপক সমালচনা করছেন তাদের দাবি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল একজন সাদা মনের ভালো মানুষ,তার বাবা ও দাদার ব্যপোক সুুুুনাম রয়েছে তাকে নিয়ে এই মিথ্যা প্রচার তারা মেনে নিতে পারছেন না অতি তারাতারি এর সঠিক বিচার দাবি করেন তা না হলে তারা কঠোর র্কমসুচি হাতে নিবে বলে জানান ।
Leave a Reply