রাঙ্গাবালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বরইতলা বাজার সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আরসিসি দ্বারা নির্মিত এই সড়কটি ঢালাইয়ের একদিনের মধ্যেই বিভিন্নস্থানে ফাটল ধরেছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলার বরইতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মানিক গাজী, রেশাদ খলিফা, আলাউদ্দিন বেপারী ও আল আমিন মৃধা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নি¤œমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের কাজ করা হয়েছে। এমনকি ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ খুবই কম দেয়া হয়েছে। সড়ক নির্মাণে এত অনিয়ম আগে কখনো দেখিনি। ঢালাইয়ের একদিন পরেই সড়কে ফাটল ধারার দৃশ্য এটা নজির বিহীন। তাই অনতিবিলম্বে সড়ক পুনরায় নির্মাণের দাবী জানায় বক্তারা।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) হতে ১০০মি. সড়ক আরসিসি দ্বারা নির্মাণের জন্য নয় লাখ টাকা বরাদ্ধ হয়। সোমবার দুপুরে সড়ক ঢালাইয়ের কাজ শেষ হয়। এর একদিন পরেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে। মঙ্গলবার সকালে সড়কে ফাটল দেখে স্থানীয়রা জড়ো হতে থাকে। এরপর সড়ক পুনরায় নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো.মিজানুল কবির বলেন, মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। যেই যায়গা দিয়ে ফেটেছে সেখান দিয়ে মেরামত করার জন্য বলেছি। তারা অতিদ্রুত মেরামত করে দিবে।
Leave a Reply