ভোলা প্রতিবেদক ॥ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভোলায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনে কর্মসসূচী শুরু হয়। পরে সংগঠনটির দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভুর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দারা। সভায় বক্তারা বলেন, প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন রুপান্তর হয়েছে। তাই বর্তমানে দেশের করোনা দুযোর্গের সময়ে সকল নেতাকর্মীদের মানুষের পাশে দাড়ানোর আহবান জানায়। বক্তরা আরও বলেন, যে কোন দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে দেশের মানুষের আস্থা ভালোবাসা অর্জন করছে। পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সংগঠনটির নেতাদের রুহের মাগফেরাত কামনা করে এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
Leave a Reply