শামীম আহমেদ,, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদর উপজেলার ০৩ নং ইটবাড়ীয়া ইউনিয়নের বানিয়াকাঠি গ্রামে গতকাল রাতের আধারে পল্লী বিদ্যুৎ এর খুটি ও তার খুলে ফেলেছে একই এলাকার বারেক মৃধার ছেলে মোঃ ইলিয়াছ মৃধা, এবং মৃত্যু আহমেদ মৃধার ছেলে মোঃ বারেক মৃধা সহ অজ্ঞাত ৩/৪ জন মিলে খুটি ও তার কেটে ফেলে দেয়। সরেজমিনে গিয়ে এর সত্যতাও মিলে, বারেক মৃধা নিজেই ঘটনা ঘটিয়েছে বলে অকপটে স্বীকারও করেন। সরকারি মালামাল আপনি খুলতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার খুটি থেকে অন্য কাউকে লাইন দিবনা সেজন্য খুটি উপরে তার সরিয়ে রেখেছি এখন আমার জা হয় হবে। এদিকে বারেক মৃধার ছেলে সন্ত্রাসী ইলিয়াসের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন ইলিয়াস সবসময় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরে বিশেষ করে তার সাথে একটি ড্যাগার (চাকু) থাকে এ ভয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। বিশেষ করে ঐ বাড়ী সহ এলাকা নিজ দখলে রাখার জন্য সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে, কেউ কিছু বল্লেই তাদের উপর অমানুষিক নির্যাতন চালায় ইলিয়াস। ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছে। মাদক বিক্রি সেবন সহ মাদকের বিস্তার রোধে ঐ এলাকায় ইলিয়াসের একটি নেটওয়ার্ক রয়েছে। তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় এলাকাবাসী। সরেজমিনে গিয়ে ইলিয়াসকে খুঁজে পাওয়া যায়নি, এদিকে পল্লী বিদ্যুৎ এর খুটি ও তার কেটে ফেলার তথ্য সংগ্রহে গেলে ইলিয়াসের বাবা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে যা কোন ভাবেই কাম্য নয়। এ বিষয় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী বরাবরে হাসান মৃধা নামে জনৈক এক ব্যাক্তি লিখিত অভিযোগ দায়ের করেন,যার নং ৮৬৩ তাং ২০/০৭/২০২০ইং। এ বিষয় পল্লী বিদ্যুৎ এর নির্বাহী প্রকৌশলী বলেন অভিযোগের সত্বতা পাওয়া গেলে ইলিয়াস গংদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। এ বিষয় ইটবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল জমাদ্দার বলেন ইলিয়াস একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া জরুরী। এলাকাবাসী বলছে ইলিয়াসের এহেন ও সন্ত্রাসী কর্মকান্ডে তারা অতিষ্ঠ। এখনই জদি ইলিয়াস সহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া নাহয় তবে ঐ এলাকায় ইলিয়াস কতৃক হত্যা সহ যেকোন বড় ধরনের দুর্ঘটনা সহ ব্যাপক প্রান হানির আশংকা রয়েছে। এ বিষয় এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। এ বিষয় চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার বলেন এহেনও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ইলিয়াসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া জরুরী এ বিষয় আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।
Leave a Reply