চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে র্যালী ও আলোচন সভার মধ্যে দিয়ে পরিবার উন্নয়ন সংস্থা এফডিএর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার ‘কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় “মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) দক্ষিন আইচায় বাজার সড়কে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্যাপন করেন। এসময়ে উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফডিএ এর নির্বাহী পরিচালক জনাব মো ঃ কামাল উদ্দিন ও চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলহাজ¦ শফিউল্লাহ হাওলাদার। এর পাশাপাশি বিকালে দক্ষিণ আইচা থানার কচ্ছপিয়াতে অত্র অঞ্চলের কাঁকড়া চাষীদের মাঝে কাঁকড়া বাঁধার প্রতিযোগীতা ও উপকরন বিতরন কর্মসূচীর আয়োজন করা হয় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মারুফ হোসেন মিনার , পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সহ বিভিন্ন স্থরের লোকজন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানের আর্থিক ও কারিগরি সহযোগিতা করেন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইফাদ।
Leave a Reply