ফারহান-উর-রহমান সময়, তজুমদ্দিন ॥ ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা ও সাংস্কৃতিক সংগঠক । তিনি বাংলাদেশের ক্রিড়াঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে ঢেলে সাজিয়েছেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্ব যখন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত এবং উন্নত রাষ্ট্রগুলো হিমশিম খেয়ে যাচ্ছে ঠিক তখন শেখ হাসিনা তার সাহসিকতা, দক্ষতা ও সততার সাথে দিন-রাত নিরলস পরিশ্রম করে আজকে দেশের করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন আমাদের সাথে নিয়ে।
বুধবার সকালে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান এবং ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে চড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,থানা অফিসার ইনচার্জ একেএম জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল।
Leave a Reply