দখিনের খবর ডেস্ক ॥ বর্ষা মওসুম এলেই চরম ভোগান্তিতে পরতে হচ্ছে পিরোজপুর জেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ভান্ডারিয়া উপজেলার লঞ্চ ঘাটটিতে। মঠবাড়িয়া, কাঠালিয়া, রাজাপুর ও বামনা উপজেলার যাত্রীদের ঢাকা, চাঁদপুর নৌ রুটে চলাচলের জন্য এই ঘাটটি একমাত্র কেন্দ্রস্থল। যাত্রীদের ভির সামলাতে এই নৌ-রুটে প্রতিদিন চারটি করে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তাই এই ঘাটে ঈদ, পূজাসহ বিভিন্ন সরকারি ছুটিতে থাকে যাত্রীদের উপচে পরা ভীড়। কিন্ত লঞ্চ ঘাটের রাস্তাটি অত্যন্ত সরু ও জলাবদ্ধ থাকায় যানবাহন চলাচলে ও যাত্রী ওঠানামায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকাগামী যাত্রী মোঃসামসুল ইসলাম জানান পরিবারসহ ২০ মিনিটের বেশি সময় ধরে লঞ্চে উঠার জন্য গাড়ীতে অপেক্ষা করে আছি। কিন্তু না পারছি মালামাল নিয়ে পায়ে হেঁটে যেতে না পারছি গাড়ি নিয়ে যেতে। ঘাটের ইজারাদার মোঃ কবির হাওলাদার বলেন, ‘আমি সদ্য ঘাটের ইজারা নিয়েছি। এখানে দীর্ঘদিনের যে সকল সমস্যাগুলো রয়েছে সে গুলো ঘাট সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পর্যায় ক্রমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঘাট পরিদর্শন করে অচিরেই এ সমস্যার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply