লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত চোর মো. নয়ন (২৭) কে আটক করা হয়েছে। সোমবার ভোর রাতে পৌর শহরের ৫ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি এলাকার নূরুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, খুন, ডাকাতি ও মাদকসহ প্রায় ৯ টি মামলা রয়েছে। লালমোহন থানার ওসি তদন্ত বশির আলমের নেতৃত্বে নয়নকে আটক করে পুলিশ।
এব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত) বশির আলম বলেন, নয়ন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে চুরি করে আসছে। একই সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত সে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply