চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে ভুমিহীন পরিবারকে বন্ধোবস্তীয় জমি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যু সলেমান তালুদারের বিরুদ্ধে। ভুমিদস্যুদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে মফিজুল বেপারীর পরিবার। গত মঙ্গলবার চরফ্যাসনে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এঘটনায় ঘটে। এ ঘটনায় ভুমিহীন মফিজুল ইসলাম জমির মালিকানাদাবী করে ভুমিদস্যু ছলেমান তালুদারকে বিবাদী করে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। সহকারী কমিশনার (ভুমি) ভুমিহীনদের জমির মালিকানা যাচাই করে বাদি স্বপক্ষে রায় প্রদান করেন।
ভুমিহীন মফিজুল ইসলাম অভিযোগ করেন,দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরযমুনা মৌজায় ৫৬৯/৫৭০ নং খতিয়ানে ১৯৯২-৯৩ সনে বন্ধোবস্ত সুত্রে ২ একর জমির মালিক বিদ্যমান থাকিয়া ভোগ দখল করেন। সম্প্রতি সময়ে তার দখলীয় ওই জমি খাস খতিয়ানে অন্তরভুক্ত হয়। গত ২০১৪ সনে তার নামভুক্ত জমি রেকর্ড সংশোধনের জন্য ভোলার ল্যান্ড সার্ভেট্রাইব্যুনাল আদালতে ভুমিহীন মফিজুল ইসলাম সরকার পক্ষকে বিবাদী করে মামলা দায়ের করেন। ওই মামলা আদালতে চলমান আছে। সম্প্রতি সময়ে তার দখলীয় ওই জমি থেকে জালজালিয়তির মাধ্যমে ভুয়া কাগজ সৃজন করে স্থানীয় ভুমিদস্যু ছলেমান তালুকদার ওই জমি থেকে তার পরিবারকে উচ্ছেদের হুমকি দেন।গত মঙ্গলবার ভুমিদস্যু ছলেমান তালুকদার ওই জমি থেকে তার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করেন। এসময় তার বাঁধা দিলে ভুমিদস্যুরা ব্যার্থহন।ভুমিদস্যুদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুমিহীন মফিজুল ইসলাম পরিবার।
দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply