তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিনে আসন্ন দুর্গা পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান(অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু। সভার প্রথমেই উপজেলা নির্বাহী উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং করোনাকালীন সময়ের জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনের আহবান জানান। পূজা উদযাপনে প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু বিধূ ভূষণ রায়, তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, প্রিয়নাথ জিউ মন্দিরের সভাপতি মন্টুলাল বিশ্বাস প্রমূখ। তজুমদ্দিনে চলতি বছর ১৪ টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন-শৃংখলা ভাল রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply