ভোলা প্রতিনিধি ॥ ভোলায় মাত্রা ১ ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি। ‘প্রতীকী দায়িত্ব’ নিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ এবং ভোলা জেলাকে নারীবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন তিনি। এদিকে, তাসনিম আজিজ রিমির দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বুধবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছ থেকে ‘প্রতীকী দায়িত্ব’ গ্রহণ করেন তাসনিম আজিজ রিমি। বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা প্লান ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতীকী এসপির উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, সমান সুযোগ পেলে কন্যা শিশুরাও বদলে দিতে পারে তাদের জীবন, বন্ধ করতে পারে নারীর প্রতি সহিংসতা, রোধ করতে পারে বাল্যবিয়ে এবং নারী নির্যাতনের মতো নানা অসামাজিক কার্যক্রম। এ সময় নারী বান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এক ঘণ্টার পুলিশ সুপার।
Leave a Reply