ভোলা প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলায় ২০ দিনে ৩২৪ জেলেকে কারাদ- ও ১১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৪ অক্টোবর থেকে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত ২০ দিনে এ জেল-জরিমানা করেন আদালত। জেলা মৎস্য অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ২০ দিনের জেলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ৩০৬ টি অভিযান পরিচালিত হয়েছে। এতে ৫২০ জেলকে জেল-জরিমানা ছাড়াও ৯ লাখ ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১ দশমিক ৭০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ টি অভিযানে ৬ জেলকে জরিমানা করে তা আদায় করা হয়েছে। ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ বছর ইলিশের অভিযান শতভাগ সফল হয়েছে। যে কারণে ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আমরা মনে করছি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Leave a Reply