চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে পুর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে হামলা ভাংচুর লুটপাট মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডে মিজানের বসত ঘরে এই হামলা ও ভাংচুরের এঘটনা ঘটে। এসময়ে হামলাকারীরা গৃহবধু মারজানকে পিটিয়ে গুরুতর আহত করেন। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু মারজান জানান, আমার ভাসুরদের সাথে আমার স্বামী মিজানের বাবার ওয়ারিশি জমি নিয়ে বিরোধ চলমান আছে। এনিয়ে সস্প্রতি সময়ে ভাসুর কালাম ও আব্দুর রর বাবার ওয়ারিশি জমি থেকে ভাই মিজানকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনারদিন শুক্রবার রাতে আমার স্বামী মিজান বাড়িতে ছিলেন না । তিনি পেশায় রেন্টকার চালক। বিকালে তারা দলবল নিয়ে স্বামীর বাড়িতে এসে জমির দখল ছেড়ে দিতে হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমার কথার কাটাকাটি হয়। রাতে তিন কন্যা সন্তান নিয়ে বাড়িতে ছিলাম। রাত ৮ টায় ভাসুর কালাম ও আব্দুরবের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র বসত ঘরে ঢুকে হামলা চালিয়ে ভাংচুর করেন। আমি বাঁধা দিলে আমার ওপর আর্তকিত হামলা চালায় এবং মারধর গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে আমার স্বামী মিজান খবর পেয়ে আমাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহত গৃহবধুর স্বামী মিজান জানিয়েছেন। অভিযুক্ত আব্দুরর জানান, বাবার ওয়ারিশ জমি নিয়ে ভাই মিজানের সাথে মামলা চলমান আছে। তার বাড়ি ঘরে হামলার বিষয়টি সঠিক নয়। আহত মারজানের স্বামী মিজান জানান, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে গুরুত আহত স্ত্রী মারজানকে উদ্ধার করে চরফ্যাস হাসপাতালে ভর্তি করি। চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply