গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি ॥ ঝালকাঠিতে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। গতকাল শনিবার সকাল ১১টায় পোষ্ট অফিস রোডস্থ জাপা’র জেলা কার্যালয়ে সদর উপজেলার রমজানকাঠি গ্রামের মরহুম আশ্রাব আলীর কনিষ্ঠ পুত্র মাইনুদ্দিন রমিজের নেতৃত্বে অর্ধশত লোক যোগদান করে। সদর উপজেলা জাপার সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাপা’র চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এমএ কুদ্দুস খান। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা জাপা’র আহ্বায়ক এড. আনোয়ার হোসেন আনু, প্রধান বক্তা ছিলেন জেলা জাপার সদস্য সচিব আলহাজ্ব মাহাবুবুর রহমান, বিশেষ অতিথী ছিলেন এড. আব্দুল আলিম, বিশেষ বক্তা পৌর জাপার সদস্য সচিব এ.কে.এম বেলায়েত হোসেন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ আবু সহীদ, যুব সংহতি নেতা মো: ইউনুস হাওলাদার, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের জাপা নেতা মো: রিয়াজ হোসেন, আ: কাদের হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, “জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল শাখা সমন্বয় করে জাতীয় পার্টিকে গতিশীল করতে হবে।আজকে যারা মাইনুদ্দিন রমিজের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেছে তাদেরকে দিকনির্দের্শনা প্রদান করে সংগঠিত করার দায়িত্ব জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতাদের। আমি আশা করি একদিন ঝালকাঠি জাপা শক্ত দূর্গে পরিণত হবে।”
মাইনুদ্দিন রমিজ তার বক্তব্যে বলেন, “আমি সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছি। জাতীয় পার্টিকে শক্তিশালী করে সমাজ থেকে শোষন, অপশাসন দূর করতে হবে। এরশাদ-ই ছিল জনগনের প্রকৃত বন্ধু ও গনতন্ত্র এর প্রতিষ্ঠাতা।” অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (মঞ্জু)।
Leave a Reply