এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ হাঁটি হাঁটি পা পা করে অতি ক্ষুদ্র থেকে শুরু করে আজ একটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। অতীত ইতিহাসই বলে দেয়, ” পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ” সততাই ব্যাবসার অন্যতম মূলধন। আর সেই নীতি ও আদর্শ নিয়ে বর্তমান সময়ে ব্যাবসার মাধ্যমে সমাজ সেবা করে নেছারাবাদ উপজেলার মধ্যে একটা সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র। পাশাপাশি স্বরূপকাঠি পৌরসভায় স্থায়ী বাসিন্দা হয়ে একজন পাকাপোক্ত ব্যাবসায়ী হিসাবে দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে পৌরসভার মধ্যে। আর হ্যা আমরা বলছিলাম প্রিয় পাঠকদের জন্য একজন পরিশ্রমী ও নিঃসন্দেহে নিরহংকারী সমাজ সেবকের কথা।পৌর সভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বাবু বাদল দাশের সুযোগ্য পুত্র বর্তমান সময়ে একজন পাকাপোক্ত সমাজ সেবক ও ব্যাবসায়ীর নাম হল কৃষ্ণ কান্ত দাশ। দারুণ সদালাপী ও বিনয়ী স্বভাবের শান্তিপ্রিয় মানুষ হিসাবে দারুণ গ্রহণ যোগ্যতা রয়েছে ওয়ার্ড সহ সমগ্র পৌরসভার মধ্যে। এদিকে আগামীর জন্য পৌরবাসীরা ১নং ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর হিসাবে পেতে চাচ্ছেন একাগ্রতা চিত্তে বাবু কৃষ্ণ কান্ত দাশকে। গত কয়েক বছর ধরে সাধারণ ভোটাররা বার বার তাগাদা দিচ্ছে আগামীর জন্য পৌর সভার কাউন্সিলর হিসাবে পাওয়ার জন্য। এ ব্যাপারে পৌর সভার বহু শীর্ষ নেতৃবৃন্দ নাম না প্রকাশের শর্তে গণ মাধ্যম কর্মীদের জানান, আসলেই আমাদের ওয়ার্ডের মধ্যে একটা পরিবর্তন দরকার। বর্তমান কাউন্সিলর বিভিন্ন বিষয়ে কমবেশি বিতর্ক রয়েছে। আমরা সকলেই চাই এবারের পৌর নির্বাচনে একটা পরিবর্তন আসুক। অনেক হয়েছে বিগত সময়ে সুতারং আর নয়। তাই আমরা আটঘাট বেধে মাঠে নেমেছি আমাদের সকলের কাছে প্রিয় আস্থা বাজন কৃষ্ণ কান্ত দাশকে নিয়ে। তবে ভিন্ন কথা বলেন বেশ কিছু তরুণ পৌর ভোটাররা। তারা গন মাধ্যম কর্মীদের জানান, আমরা পৌর সভায় নুতন প্রজন্মের উদীয়মান ভোটার। তাই পরিবর্তনের আশায় নুতন মুখের প্রার্থী হিসাবে কৃষ্ণ কান্ত দাশকে চাই। নুতন আশা ও নুতন স্বপ্ন নিয়ে আমরা সকলেই একসাথে শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি আগামীর জন্য। এদিকে ১নং ওয়ার্ডের বহু শিক্ষকরা অকপটে স্বীকার করেন, বর্তমান কাউন্সিলর বিগত সময়ের চেয়ে বর্তমান সময়ে বেশী বিতর্কিত হয়েছে বিভিন্ন কর্মকা-ের কারণে। তাই পরিবর্তন হওয়া শতভাগ দরকার আগামীর জন্য। নেতৃত্বেরও পরিবর্তন না হলে বর্তমান প্রজন্ম ভালো মন্দের বিষয়ে যাছাই বাছাই করতে বেগ পেতে হবে।তবে স্বরূপকাঠি পৌর সভার। এ ব্যাপারে কথা হয় পৌর সভার ১নং ওয়ার্ডের জনপ্রিয় সমাজ সেবক বাবু কৃষ্ণ কান্ত দাশের সাথে। জেলার ও স্থানীয় বহু গণ মাধ্যম কর্মীদের অকপটে জানান, আমি একজন সাধারণ মানুষ।ব্যাবসা বানিজ্য করাই আমার প্রধান কাজ। পরিশ্রম করে আজ একটা ভালো অবস্থানে আসতে পারিয়াছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে। আসলেই সকলের আর্শীবাদ নিয়ে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে সুনামের সাথে ব্যাবসা বানিজ্য করে যাচ্ছি। পাশাপাশি সমাজ সেবা করে যাচ্ছি নিজের উপলব্ধি থেকে। আসলেই আমি কিশোর বয়স থেকেই কঠোর পরিশ্রম করে আজ এপর্যায়ে আসতে পারিয়াছি। তবে মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে জানান, আসলেই এলাকার বেশীরভাগ লোকজন বহু দিন ধরে আবদার করে আসছে। যাতে আমি এবারের পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হই। আসলেই সকলের ভালবাসার টানে আমি শতভাগ নিশ্চিত ১নং ওয়ার্ডের বাসিন্দাদের কথা চিন্তা ভাবনা করে নির্বাচন করবো ইনশাআল্লাহ।ওয়ার্ডবাসীদের আর্শীবাদই আমার চলার পথে প্রেরণা।
Leave a Reply