পিরোজপুর প্রতিবেদক ॥ সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী ও যুবক-যুবতী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলো, নওগাঁ জেলার জহির আলীর ছেলে শহিদ (১৪), চাপাইনবাবগঞ্জ জেলার নাইমুল হকের ছেলে মিলন (১৪), পিরোজপুর জেলার লক্ষনা নতুনপাড়ার শাহিন তালুকদারের ছেলে সাব্বির তালুকদার (১২), চট্রগ্রাম জেলার মুজিব শেখের ছেলে ইব্রাহীম শেখ (১৪), ঠাকুরগাঁও জেলারশুনিল রায়ের ছেলে বিপ্লব রায় (১৪), পাবনা জেলার তাহের আলীর মেয়ে মাহফুজা খাতুন (১৫), সাতক্ষীরা জেলার বাবুল সরদারের মেয়ে চুমকি খাতুন (১৪), রাজশাহী জেলার আবুল কালামের মেয়ে লাবনী আক্তার (১৬), গোপালগঞ্জ মুজিবর সিকদারের মেয়ে শাপলা সিকদার (১৬), খুলনা জেলার অহিদুলের মেয়ে নীলা খাতুন (১২), চট্রগ্রাম জেলার রশিদ হাওলাদারের মেয়ে উম্মে কুলসুম (১৩), খুলনার জেলার আব্দুর রশিদের মেয়ে জুমিনি আক্তার (১৬), মুক্তার শেখের মেয়ে সায়রা খাতুন (১৯), জয়পুরহাট জেলার কালু শেখের মেয়ে কাকলী (১৬)
মাগুরা জেলার ইলিয়াছের মেয়ে আরুফা খাতুন (৩৫) ও একই এলাকার কালামিয়া মুন্সীর মেয়ে দিলারা (২২), আব্দুস সালমের মেয়ে জান্নাত আরা (৭), রিয়া আক্তার (১৪), সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৬), মিনারা আক্তার (১৮), সালামের মেয়ে রুখসানা আক্তার (৫), ছেলে মোঃ সামি (৩), ঢাকা জেলার মমিন হোসেনের মেয়ে মুক্তা আক্তার (১৭), বাগেরহাট জেলার আসলাম খানের মেয়ে তামান্না আক্তার খুসবু (১৭), বাগেরহাট জেলার হুমায়ুন কবিরের মেয়ে হুমাইরা খাতুন (১২), দিনাজপুর জেলার শফি আহমেদের ছেলে আমেদ আলী (১৪), নারায়নগঞ্জ জেলার আলম মিয়ার ছেলে নুর ইসলাম (১৩), খুলনা জেলার রবিন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (১৩) ও চাপাই নবাবগঞ্জ জেলার প্রতাপ ঘোষের ছেলে প্রকাশ ঘোষ(১৬)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের আরো কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
Leave a Reply