চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে চরফ্যাসনের অতিরিক্ত দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।মামলার বিররণে জানা গেছে, চরফ্যাসনের ওসমানগঞ্জের ব্যবসায়ী আবদুর রশিদ মিয়াকে ২০১৩ সালের ৩০ মে রাতে নিজবাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১৩ সনের অক্টোবর মাসে নিহতের ভাই মো. হানিফ বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে চরফ্যাসন থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন। রায়ে বিচারক আসামী আবুল বাশার, নুর মোহাম্মদ, নোমান, সাহাবুদ্দিন, কাঞ্চন পাটোয়ারী, ছাদেক মাঝি, সিরাজ হাওলাদার, আবদুল হক, সামছু হাওলাদার, বাদশা, আবদুল জলিল, কাঞ্চন মিস্ত্রী, আলাউদ্দিন ও ফজলে করিম মুন্সিকে যাবজ্জীবন কারাদ- দেন। মামলার অপর চার আসামী ইউনুছ, এছাহাক , ইমান আলী ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামীদের মধ্যে আবুল বাসার, নোমান, শাহাবুদ্দিন, ছাদেক মাঝি, আবদুল জলিলসহ ৪ জন পলাতক রয়েছে।
রাস্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম সরমান জানান, চরফ্যাসনের চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামীকে যাবজ্জীবন কারাদ- দিয়ে সন্তোষজনক রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
Leave a Reply