চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরন , পরিদর্শন, ও মূল্যায়ন (ডিএমআই) পদ্ধতি বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলাবার উপজেলা পরিষদের সভা কক্ষে চরফ্যাসনের ২০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জানায়ায, চরফ্যাসন উপজেলার ২০টি ইউনিয়নকে দুভাগে বিভক্ত করে গত ২৩ তারিখে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং গতকাল মঙ্গলাবার ২য় ধাপে বাকী ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে প্রশিক্ষণ প্রদান করে কর্মশালার সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপত্বিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মো. রাকিবুল ইসলাম,ইউএন ডিপির ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো.শফিকুর রহমানসহ চেয়ারম্যান, সচিব, গ্রাম আদালত সহকারীরা অংশ নেন। সঞ্চালনায় ছিলেন,উপজেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
Leave a Reply