বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে জানতে হবে- এমপি শাওন

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে জানতে হবে- এমপি শাওন

ফরহাদ হোসেন মেহের, লালমোহন ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে জানতে হবে। মুজিবশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষ্যে লালমোহন ও তজুমদ্দিনে মাসব্যাপী কার্যক্রম চলমান থাকবে। প্রতিটি ইউনিয়নে একদিন এক একটি আওয়ামীলীগের সংগঠন কার্যক্রম পরিচালনা করবে। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও বঙ্গবন্ধুর জীবনীসহ বিজয় দিবস নিয়ে আলোচনা করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত বঙ্গবন্ধু ও বিজয় দিবস সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে জানতে হবে তাহলে ভবিষ্যত প্রজন্ম দেশ মাতৃকার সম্পর্কে জানবে এবং দেশের প্রতি মমত্ববোধ তৈরী হবে। ২৫ নভেম্বর ২০২০ ইং মাগরিববাদ লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসাবে এমপি শাওন এসব কথা বলেন।
এরপূর্বে আছরবাদ বাংলাদেশ আওয়ামীলীগ ও লালমোহন উপজেলা ও পৌর শাখাসহ সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু করে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। চৌরাস্তার মোড়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন কোন ষড়যন্ত্রকারীকে ছাড় দেয়া হবে না। সে আমাদের অঙ্গসংগঠনের যদিও হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের মধ্যে কেউ এমপি শাওনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার মানুষ এমপি শাওনের বদৌলতে শান্তির নীড়ে বসবাস করার পাশাপাশি বহুমাত্রিক উন্নয়নের মাধ্যমে আধুনিক লালমোহন তজুমুদ্দিন গড়ার জনক এমপি শাওনের জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে কোন প্রকার ষড়যন্ত্রের অপচেষ্টা করলে শুধু আওয়ামীলীগ নয় এ এলাকার আপমর জনগন তার দাত ভাঙা জবাব দিবে। এরপর তিনি সকলকে মাগরিববাদ আওয়ামীলীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য বলে আনন্দ মিছিলের বক্তব্য শেষ করেন। অনন্দ মিছিলে ও বর্ধিত সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দীন আরজু, পৌর আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক আনম শাহজামাল দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম ফরাজি, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীব, পৌরসভা ছাত্রলীগ আহবায়ক রাসেল হাওলদারসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com