ভা-ারিয়া প্রতিনিধি ॥ ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় গতকাল শনিবার রূপান্তর সংস্থার আয়োজনে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে ভান্ডারিয়া প্রসেক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মোঃ রিয়াজ মাহমুদ মিঠু, মানববন্ধন শেষে ভান্ডারিয়া প্রেসক্লাব এর সভা কক্ষে উপজেলা প্লাটফম এর আহবায়ক আছমা আক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন- এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, প্লাটফম সদস্য-সচিব মোঃ মাইদুল ইসলাম । সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন মো: শফিকুল আজম- প্রকল্প কর্মকর্তা, রূপান্তর, পিরোজপুর জেলা।
Leave a Reply