বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে তাঁর হলরুমে সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন বিপিএম জানান, বোরহানউদ্দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে উন্নত। তিনি বলেন, গত মাসে মাত্র ১৯ টি মামলা রুজু হয়েছে। বড়মানিকা ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার জানান, তার ইউনিয়নে বাল্যবিবাহের হার বাড়ছে। মেঘনার উপকূলবর্তী হওয়ায় প্রশাসনের ভয়ে নৌকায় করে নদীর মাঝে অভিনব কায়দায় বিয়ে হচ্ছে। গঙ্গাপুর ইউনিয়নের সাবেক কাজী রফিকুল ইসলাম অবৈধভাবে বাল্যবিবাহ ঘটান বলে সভায় অভিহিত করেন স্থানীয় সংবাদ কর্মী বৃন্দ।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, কাচিয়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে গরু চুরির হার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সভায় অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারে হাতুড়ে টেকনোলজিস্ট ধারা ত্রুটিপূর্ণ প্যাথলজিক্যাল টেস্ট করানো হয়। নির্বাহী কর্মকর্তা জানান, যাচাই-বাছাই সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply