চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়নে জোরপূর্বক বসত বাড়ির গাছ কেটে নেয়ার সময় বাঁধা দিলে আবুল বসার(৭০)ও তার স্ত্রী মাহামুদা বেগম(৬৫) নামের বৃদ্ধ দস্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের যুবলীগ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও তার ভাই ফয়সালের বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ আবুল বসার জানান, তার সন্তানরা বাড়িতে থাকেনা । তিনি ও তার স্ত্রী মাহামুদা বাড়িতে থাকেন। যুবলীগ নেতা ইকবাল তার প্রতিবেশী । সকালে ইকবাল হোসেন ও তার ভাই ফয়সাল ক্ষমতার প্রভাবখাটিয়ে জোরপূর্বক তার বসত বাড়ির ৩০ হাজার টাকার মূল্যের ৫টি গাছ কেটে নেয়। এসময় তিনি বাঁধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারী মারধর করে গুরুতর আহত করেন। তার চিৎকারে বৃদ্ধা স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। যুবলীগ নেতার হামলায় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল হোসেন কোন মন্তব্য করতে রাজি হননি।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply