চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনের দক্ষিণ আইচায় মাছ ধরার ফাঁদপাতা বিদ্যুৎ তারে জড়িয়ে সুফিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দক্ষিণ আইচা থানার চরমানিকার ইউনিয়নের দৌলতপুর গ্রামের বড়িবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা বিদ্যুৎ স্পৃর্শে গুরুতর আহত সুফিয়াকে উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুফিয়া বেগম একই এলাকার সালামত কবিরাজের স্ত্রী।
স্বজনরা জানায়, প্রতিবেশী সফিজল মাঝির ছেলে হাসান বৈদ্যুতিক তারে দিয়ে মাছ শিকারের জন্য রাতে পুকরে ফাঁদ ফেলেন। সকালে সুফিয়া বেগম পুকুর থেকে মাটি আনতে গেলে পানি থেকে বিদ্যুৎতায়িত হয়ে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, পরিবারে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে।
Leave a Reply